ইনোভেটিভ আইডিয়াস টু এনগেজ এন্ড মোটিভট স্টডেন্ট অনলাইন লার্নিং
ইনোভেটিভ আইডিয়াস টু এনগেজ এন্ড মোটিভট স্টডেন্ট অনলাইন লার্নিং
ছাত্র-ছাত্রীদের অনলাইন এডুকেশন এ অভ্যস্ত করাটাই হচ্ছে একটি চ্যানেল। প্রথমত শিক্ষক এবং শিক্ষার্থীদের অনলাইন-ভিত্তিক শিক্ষার মর্ম অনুধাবন করা প্রয়োজন। একজন শিক্ষককে যে যেরকম টি অনলাইনের টুল সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন তদ্রুপ শিক্ষার্থীদের অনলাইনে বিভিন্ন ধরনের টুল সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি।
শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্মে ধরে রাখার জন্য অনলাইন ভিত্তিক লেসন প্লান এবং লেকচার তৈরি করা প্রয়োজন একটি সঠিক লেসন প্লান শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক কার্যক্রমে এনগেজ থাকতে সহায়তা করে। শিক্ষক অনলাইন প্ল্যাটফর্ম কোনটি ব্যবহার করবে তা সঠিক ভাবে নির্বাচন করা। এক্ষেত্রে ইন্টার্নেট ফেসিলিটি সঠিকভাবে থাকা অত্যন্ত জরুরি। ম্যানুয়াল সিস্টেমের রুটিন মোতাবেক অনলাইনে গুগল ক্যালেন্ডারে ক্লাস রুটিন গুলি সেট করে ফেলি। সেমিস্টার ওয়াইজ ছয় মাসের জন্য সেট করে প্রত্যেকটা শিক্ষার্থী কে তার ইমেইলের মাধ্যমে এড করা হয়। এখানে রিমাইন্ডার সেট করা যায় তাই ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট আগে প্রত্যেকটা স্টূডেন্ট তার ইমেইলে রিমাইন্ডার পেয়ে যায়। আন্তর্জাতিক মানের সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল এর একটি টুলস গুগোল ক্লাস রুমে লেসন প্লান আগে থেকে রাখা থাকে। ফলে শিক্ষার্থীরা শিক্ষা পরিকল্পনা সম্পর্কে পূর্ব ধারণা পেয়ে থাকে। প্রত্যেকটা শিক্ষার্থীকে গুগোল ক্লাস কোড অথবা ইনভাইটেশন এর মাধ্যমে এড করা হয়। মূলত ক্লাসরুমে হচ্ছে অরজিনাল প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয় বিভিন্ন ধরনের জব,অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট/কুইজ টেস্ট এবং শিক্ষার্থীদের মূল্যায়নের মারকিং সিস্টেম ।
লেকচার দেয়ার জন্য গুগোলর আরেকটি টুলস “গুগোল মিট” ব্যবহার করা হয়ে থাকে । এটি মূলত অনলাইন লাইভ ক্লাস, এটি ইউজ করে প্রত্যেকটা শিক্ষার্থীদের নজরদারির আওতায় আনা যায় এবং তাদের প্রত্যেকটা বিষয়ে সরাসরি খোঁজখবর নেওয়া। এই প্লাটফর্ম ব্যবহার করে একজন শিক্ষক তার প্রত্যেকটি স্লাইড এখানে প্রদর্শন করে পাশাপাশি শিক্ষার্থীদের মোটিভেশন এবং এনগেজমেন্টের সকল পিকনিকগুলি এপ্লাই করে। শিক্ষার্থীদের এনগেজ রাখার জন্য প্রয়োজন হচ্ছে একটি কার্যকরী পাওয়ার পয়েন্ট স্লাইড। গুগোল মিট এর অত্যন্ত সুন্দর একটি অপশন হচ্ছে প্রেজেন্টেশন স্ক্রিন/ডেক্সটপ শেয়ার করা। ভালো প্রেজেন্টেশন স্লাইড ই পারে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে ধরে রাখতে । প্রথম পাঁচ মিনিট শিক্ষার্থীদের প্রত্যেকের সাথে শলাপরামর্শ করা এবং তাদের খোঁজ-খবর নেওয়াটাও এনগেজ রাখার একটি টেকনিক। এতে প্রত্যেকটা স্টুডেন্ট মনে করে যে তার টিচার তার প্রতি কতটা সচেতন। অনলাইন শিক্ষা আর একটি মৌলিক উপাদান হচ্ছে মোটিভেশন, একজন ভালো শিক্ষক তার ছাত্র ছাত্রীদের ধরে রাখার জন্য মোটিভেশন মূলক লেকচার পাঁচ মিনিট দিবেন। বিষয়ভিত্তিক মোটিভেশন অথবা বর্তমান প্রেক্ষাপট উপর মোটিভেশন হতে পারে। আমি আমার ক্লাসগুলোতে এভাবেই মোটিভেশনাল স্পিচ এনগেজমেন্ট টেকনিক এপ্লাই করে থাকি। সর্বোপরি আমি চেষ্টা করি সাবজেক্ট ভিত্তিক ভিডিও ট্রপিক দেখার। এতে শিক্ষার্থীরা ক্লাসের প্রতি মনোযোগী হয়। মূলত আমি আমার ক্লাস গুলি প্রথম পাঁচ মিনিট ছাত্র-ছাত্রীদের খবরা-খবর নেওয়া পরবর্তী পাঁচ মিনিট প্রিভিয়াস পড়াশুনার ফিডব্যাক নেওয়া এবং পরবর্তী ২০ মিনিট লাইভ প্রদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়া, পরবর্তী পাঁচ মিনিট ভিডিও প্রদর্শন করা এবং শেষের ৫ মিনিট কোশ্চেন অ্যানসার সেশন এভাবে আমি আমার ৪৫ মিনিটের অনলাইন ক্লাসটি সম্পন্ন করে থাকি। এক্ষেত্রে ক্লাসের পরিধি বেড়ে যায় তাহলে আমার লেকচারের পরিমাণ বেড়ে যাবে যেমন ২০ মিনিটের লেকচার আমার তখন ৪০ মিনিটে নিতে হবে। ক্লাস শেষে তাদের জন্য হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়,যেটা গুগোল ক্লাস রুমে রাখা হয়। পাশাপাশি রেকর্ড করা গুগল মিট এর লেকচার ও সেখানে রাখা হয়। যাতে পরবর্তীতে মিস করা শিক্ষার্থীরাও লেকচারটি উপভোগ করতে পারে । চাইলে লাইভে যারা ছিল তারাও পুনরায় লেকচার কি দেখে নিতে পাড়ে । শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসরুম থাকে উন্মুক্ত। গতানুগতিক ধারার শিক্ষকরা শুধুমাত্র ক্লাসরুমেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের অ্যানসার দিয়ে থাকেন। কিন্তু অনলাইন লার্নিং কিছুটা ব্যতিক্রমধর্মী এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষককে সার্বক্ষণিক ই তাদের কাছে পেয়ে থাকেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া টুলস এর মাধ্যমে। এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ম্যাসেঞ্জারের মাধ্যমে শিক্ষককে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন।
রেগুলার আপডেট করার ফলে শিক্ষার্থীরা শিক্ষকের ওয়েবপেজে সার্বক্ষণিক নজর দেয়ার চেষ্টা করে। আমি আমার গুগোল সাইটটি সর্বদাই আপডেট রাখার চেষ্টা করি । প্রতিনিয়ত একটি শিক্ষককে অনলাইন ক্লাসরুম পরিচালনার জন্য তাকে আপ-টু-ডেট থাকতে হয়।
অনলাইনে শিক্ষার্থীদের এনগেজ করার জন্য কিছু নতুন ধারণা এপ্লাই করা যেতে পারে
# 1: অনলাইন লার্নিং এর জন্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
# 2: শিক্ষার্থীদের মালিকানা এবং নিয়ন্ত্রণের ধারণা দেওয়া।
# 3: লেকচার বৈচিত্র্যের জন্য পরিকল্পনা।
# 4: গল্পকার হওয়া ।
# 5: নিয়মিতভাবে কোর্সের সামগ্রী আপডেট করা ।
# 6: সাফল্য কোচ নিয়োগ করুন।
# 7: জবাবদিহিতা কে উৎসাহিত করা।
# 8: শিক্ষার্থীদের আন্তঃপ্রেরণার মূল্যায়ন করতে সহায়তা করুন।
Muhammad Shahidul Islam
Instructor
Daffodil Polytechnic Institute
No comments
Hi Thanks for Your Valuable Comments