ডাটা কমিউনিকেশন সিস্টেম(৬৬৬৪৪) - কমিউনিকেশনের মৌলিক ধারণা
অধ্যায় -১
কমিউনিকেশনের মৌলিক ধারণা
১.১। ইলেকট্রনিক কমিউনিকেশন ঃ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন (যোগাযোগ) সৃষ্টি হয় বা গড়ে ওঠে তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে।
ইলেকট্রনিক মিডিয়া বলতে বুঝায়ঃ ক)রেডিও, খ) টেলিভিশন, গ) ফাইবার অপটিক, ঘ) ফিল্ম, ঙ) ফ্যাক্স মেশিন, চ) স্যাটেলাইট, ছ) Telephony জ) Telegraphy
১.২। টেলিকমিউনিকেশন পদ্ধতির মৌলিক উপাদান
ডাটা কমিউনিকেশন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ডাটা বা উপাত্ত কে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান-প্রদান করা যায়।
ডাটা কমিউনিকেশন সিস্টেম এর 6 টি কম্পনেন্ট রয়েছে ঃ
ক) বার্তা (Message)
খ) প্রেরক (Sender/Source)
গ) মাধ্যম (Transmission Medium)
ঘ) গ্রাহক (Receiver)
ঙ) নিয়ম নীতি(Protocal)
চ) ফেরত সংকেত(Feedback)
১.৩। সাধারণ ব্লক ডায়াগ্রাম সহ কমিউনিকেশন সিস্টেম
Fig-1: Block diagram of the communication system
১.৫। ব্যান্ডউইথ ও ডাটা রেটর মধ্যকার পার্থক্য
Bandwidth | Data rate |
ক) একটি সিগন্যাল ফ্রিকুয়েন্সি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যকার পার্থক্যকে Bandwidth বলে। | ক) সিগন্যাল এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের হারকে Data rate বলে। |
খ) Bandwidth কে প্রকাশ করা হয় "B" দ্বারা। | খ) Data rate কে প্রকাশ করা হয় "bit" দ্বারা। |
গ)Bandwidth এর একক হল Hertz, সংক্ষেপে Hz. | গ) Data rate এর একক হল Bit per second, সংক্ষেপে bps. |
ঘ) Hz বলতে বুঝায় প্রতি একক সময়ে ফ্রিকুয়েন্সি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এর মধ্যকার পার্থক্য এক হবে। | ঘ)Bit per second(bps)- বলতে প্রতি সময়ে একটি bit(Data) এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। |
ঙ) Data rate ট্রান্সফারের জন্য Bandwidth প্রয়োজন। | ঙ) Dara rate এর মাধ্যমে Data,Information,Message Transfer হয়। |
চ) Bandwidth ফ্রিকুয়েন্সির উপর নির্ভরশীল । | চ) Data rate ৩ টি উপাদানের উপর নির্ভরশীল- ক) Available bandwith খ) Level of Signals গ) Quality of the channel |
ছ) Bandwidth , B=fh - flHere,B= Bandwidthfh = Highest Frequency fl = lowest Frequency | ছ) Bit Rate = 2 * B log2 LHere,B= BandwidthL= Number of Signal Level |
১.৭। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি
- সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন ঃ যে ডাটা কমিউনিকেশন সিস্টেম প্রেরক স্ট্রেশন থেকে ডাটাকে প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে স্টোরে করে নেওয়া হয় , অতঃপর ক্যারেক্টারসমূহকে ব্লক আকারে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস কমিউনিকেশন বলে।
- অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন ঃ যে ডাটা কমিউনিকেশন সিস্টেমে ডাটা প্রেরক স্থান থেকে প্রাপক স্থান পর্যন্ত ক্যারেক্টর বাই(by) ক্যারেক্টর ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলে।
No comments
Hi Thanks for Your Valuable Comments