KGR (Keyword Golden Ratio) কি?
KGR (Keyword Golden Ratio) কি?
এসইও নিয়ে ধারাবাহিক ব্লগ লেখার ক্ষেত্রে এবার বেছে নিয়েছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আসুন জেনে নেই KGR (Keyword Golden Ratio) কি? কিভাবে কেজিআর কিওয়ার্ড পাব? এর সুবিধা অসুবিধা এবং এসিওতে এর প্রয়োগ নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারাবাহিক ব্লগ আর্টিকেল। এর আগে আমার লেখা ব্লগ গুলি যারা পড়েননি তাদের কে অনুরোধ করব কেজি আর বোঝার আগে ওই ব্লকগুলি একটু দেখার জন্য। কিওয়ার্ড নিয়ে আমি লিখেছিলাম, Keyword Research এ কীওয়ার্ড এর ধরন ( Types of keywords in Keyword Research ), যেখানে কিওয়ার্ড কি এবং রিসার্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যার কিছু অংশ এখানে তুলে ধরা হলো-Keyword কি? Keyword Research এ কী ওয়ার্ড এর ধরন কি কি ? বোঝর আগে কীওয়ার্ড কি? জেনেনেই একটি কীওয়ার্ড বা একটি ফোকাস কীওয়ার্ড হলো, এটি এমন একটি Word যা Website এর Page or Post এ থাকা সামগ্রীর বর্ণনা দেয় বা সেরা পোস্ট করে। এটি Search ওয়ার্ড যা কোন নির্দিষ্ট পৃষ্ঠার বা পেজ কে Rank করতে ব্যবহৃত হয়। সুতরাং যখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে সেই কীওয়ার্ড বা বাক্যাংশ Search করে, তখন ঐ ওয়েবসাইটটিতে সেই পৃষ্ঠাটি খুঁজে পাওয়া এবং পেজটিকে সার্চ ইঞ্জিন পেজে শো করা। যে ওয়ার্ড বা বাক্যাংশ ব্যবহার করে কাজটি করা হয় তাকে আমরা Keyword বলে থাকি। Keyword Research: এক কথায় বলতে গেলে Search Engine এ কোন Word টি বেশি ব্যবাহার করা হচ্ছে, সেই Word টি খুজে বের করাই হোল Keyword Research।
অডিট নিয়ে দেখেছিলাম-ওয়েবসাইটের জন্য এসইও অডিট চেকলিস্ট তৈরি করুন (SEO Audit Checklist Make for Website), যেখানে দেখেছিলাম-Search Engine Optimization (SEO) এর জন্য অডিট বা ওয়েবসাইটের অডিট (Website Audit) যে কোন ওয়েবসাইটের জন্য অতন্ত জরুরী একটি বিষয়, যা ওয়েবসাইটকে অধিক বিশ্বাসযোগ্যতা সরবরাহ করে এবং সার্চ ইঞ্জিনের কাছে অধিক আস্থা অর্জন করে যা যে কোন ওয়েবসাইটকে রেঙ্ক পেতে সহায়তা করে।তাই যেকোনো ওয়েবসাইট কে গুগোলের নাম্বার অন পেজ এ নিয়ে আসতে অনেক গুলো SEO টেকনিক এর মধ্যে এসইও অডিট চেকলিস্ট (SEO Audit) ক্রিয়েট করা অন্যতম একটি টেকনিক। SEO নিয়ে ধারাবাহিক ব্লগের জন্য “ ওয়েবসাইটের জন্য এসইও অডিট চেকলিস্ট তৈরি করুন (SEO Audit Checklist Make for Website) “ ।
এছাড়া লিখেছিলাম - ওয়েবসাইট এর মাধ্যমে গুগল এ নাম্বার ওয়ান হওয়ার উপায় (The way to become number one in Google through the website), ওয়েবসাইট এর মাধ্যমে গুগল এ নাম্বার ওয়ান হওয়ার উপায় (The way to become number one in Google through the website) গুলুর মধ্যে ওয়েবসাইট এর ওনপেজ-অফপেজ এর কাজ, ওয়েবসাইট এর টেকনিকাল পার্ট এর কাজ করা অতন্ত জরুরী । তাই যেকোনো ওয়েবসাইট কে গুগোলের নাম্বার অন পেজ এ নিয়ে আসতে অনেক গুলো SEO টেকনিক এপ্লাই করার প্রয়োজন হয়।
আসুন এবার জেনে নেই কিভাবে KGR কিওয়ার্ড বের করা যায়?
No comments
Hi Thanks for Your Valuable Comments